মানব সভ্যতার অনেক বছর আগে থেকে শুরু হয়েছে,এই সুন্দর পৃথিবী হঠাৎ আভির্বাব ঘটেনি , পৃথিবীর প্রথম থেকে ভাবলে,আদিম কালের মানুষ অনেক কষ্টে জীবন ধারন করেছে । তাদের এই ফল হল বর্তমান মানব সভ্যতা,আদিম কালের মানুষরা একটি জিনিস উদ্ভবন করতে অনেক দিন লাগত ,বোধ হয় কোন কোন আবিস্কার করার জন্য প্রায় ১০০ বছর সময় লাগত,তারা পর পর একটি একটি করে অনেক কিছু আবিস্কার করতে থাকে। হয়ত, তাদের সব আবিস্কারে নির্দেশন পাওয়া সম্ভব না ,কিন্তু কয়েকটি পাওয়া গেছে । এরকম কয়েকটি আবিস্কারের নির্দেশনা নিচে দেওয়া হলঃ বিঃদ্রঃ(আমার মনে হয়) আগুনঃ আগুনের ধারনা হয়তো এসেছে ,আদিম কালে অনেক গাছ পালা ছিল যখন গাছে গাছে ঘর্ষন লেগে দাবানল সৃষ্টী হয়েছিল,সেই আগুন দেখে তারা এরকম অনেক কিছু একটি আরেকটি সাথে ঘর্ষন সৃষ্টি করত।কিন্তু সব কিছু দিয়ে ঘর্ষন তৈরি করে আগুন সৃষ্টি করা যেত না,এই ভাবে অনেক দিন চেষ্টা করতে একদিন পাথরে পাথরে ঘষতে থাকে তখন তারা দেখল আগুন এর ফুলকা তৈরি হচ্ছে ,এই ফুলকা যখন শুকনো পাতায় লাগত তখন আগুন জ্বলে উঠত। মনে হয় এই ভাবে আমাদের প্রয়োজনীয় আগুন সৃষ্টি হয়ে ছিল।
0 মন্তব্যসমূহ