বস্তুর উপর তাপের প্রভাব ১) উষ্ণতার পার্থকের জন্য যে শক্তি এক বস্তু থেকে
অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে তাপ বলে ।
২) তাপমাত্রা হচ্ছে কোন বস্তুর এমন এক তাপীয়
অবস্থা যা নির্ধারন করে ঐ বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে বস্তুটি তাপ
হারাবে না গ্রহণ করবে ।
৩) যে বস্তুর তাপ মাত্রা বেশি সে তাপ হারায় আর যে
বস্তুর তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করে।
৪) তাপমাত্রা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার ।
৫) যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিন
অবস্থাতেই অর্থাৎ বরফ,পানি ও জলীয় বাষ্পরুপে অবস্থান করে তাকে পানির ত্রৈদবিন্দু
বলে ।
৬) তাপমাত্রার স্কেল তৈরির জন্য দুইটি নিদৃষ্ট
তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয় । এই তাপমাত্রা দুটিকে স্থিরাঙ্ক বলে । স্থিরাঙ্ক
দুটিঃ নিম্নস্থিরাঙ্ক, উর্ধ্বস্থিরাঙ্ক
৭) পদার্থের অনুগুলোর গতিশক্তি ও বিভবশক্তির
সমষ্টিকে অভ্যন্তরীণ শক্তি বলে ।
৮) কঠিন বস্থুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে
দৈর্ঘ্য বরাবর যে প্রসারন হয় তাকে বস্তুটির দৈর্ঘ্য প্রসারন বলে ।
৯) একটি কঠিন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে এর
ক্ষেত্রফল বৃদ্ধি পায় । একে ক্ষেত্র প্রসারন বলে ।
১০) 1 m2 ক্ষেত্রফলের কোন কঠিন
পদার্থের তাপমাত্রা 1k বৃদ্ধির ফলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ঐ বস্থুর
উপাদানের ক্ষেত্র প্রসারন সহগ বলে ।
১১) কোন কঠিন পদার্থের তাপমত্রা বৃদ্ধি করলে এর
আয়তন বৃদ্ধি পায় । একে আয়তন প্রসারন বলে ।
১২) 1 m2 আয়তনের কোন কঠিন পদার্থের
তাপমাত্রা 1k বৃদ্ধির ফলে যতটুকু
আয়তন বৃদ্ধি পায় তাকে ঐ বস্থুর
উপাদানের আয়তন প্রসারন সহগ বলে ।
১৩) তরলের প্রসারন দুই ধরনের ক, প্রকৃত প্রসারন খ, আপাত প্রসারন
১৪) তরলকে কোন পাত্রে না রেখে তাপ দিলে তার যে
আয়তন প্রসারন হতো তাকে তরলের প্রকৃত প্রসারন বলে ।
১৫) কোন পাত্রে তরল রেখে তাপ দিলে তরলের যে
আয়তনের প্রসারন দেখতে পাওয়া যায়, অর্থাৎ পত্রের প্রসারন বিবেচনা না এনে তরলের যে
প্রসারন পাওয়া যায় তাকে তরলের আপাত প্রসারন বলে ।
১৬) কোন বস্থুর তাপ মাত্রা এক একক বাড়াতে যে
পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর আপেক্ষিক তাপ বলে ।
১৭) কোন কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে তরলে পরিণত
করা যায়,একে গলন বলে ।
১৮) যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে সেই
তাপমাত্রাকে গললাঙ্ক বলে ।
১৯)পদার্থকে তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায়
পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে ।
২০) তাপ প্রয়োগে একটি তাপমাত্রায় তরলের সকল স্থান
থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে স্ফুটন বলে ।
২১) উষ্ণতার হ্রাস ঘটিয়ে কোন পদার্থের বায়বীয়
অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে ।
২২) চাপ দিয়ে কঠিন বস্তুকে তরলে পরিণত করে ও চাপ
হ্রাস করে আবার কঠিন অবস্থায় আনাকে পুনঃশিলীভবন বলে ।
0 মন্তব্যসমূহ