সময়ের মুল্যঃ  ধরুন যে, একটা ব্যাঙ্ক আছে যা প্রতিদিন আপনার একাউন্টে ৮৬৪০০ টাকা জমা করে। কিন্তু প্রতিরাতে একাউন্টে যত টাকা আছে সব নিয়ে নেয় আবার। ফলে একদিনের একাউন্টের টাকা আরেকদিন যায় না। প্রতিদিন যে পরিমান টাকা ব্যবহার করা হয়নি তা ঐরাতেই একাউন্ট থেকে সরিয়ে ফেলা হয়। তাহলে আপনি এখন কি করবেন? নিশ্চয় প্রতিদিনের টাকা ঐদিনই খরচ করে ফেলবেন!!!!
আমাদের প্রত্যেকেরই এমন একটা একাউন্ট আছে এবং ঐ ব্যাঙ্কের নাম হল সময়। প্রতিদিন এটা আমাদের ৮৬৪০০ সেকেন্ড দেয় এবং বরাবরের মত প্রতিরাতেই অব্যবহৃত সময় যা আমরা আমাদের কাজে লাগাতে ব্যর্থ হয়েছি তা আমাদের একাউন্ট থেকে সরিয়ে নেয়া হয়। প্রত্যেকরাতেই একাউন্ট থেকে আমাদের অপচয়কৃত সময় সরিয়ে নেয়া হয়। ফলে আমরা যদি সময় আমাদের কাজে না লাগাতে পারি তাহলে তো আমাদেরই ক্ষতি হবে!!!!!তাইতো এই সময়টুকুন এমনভাবে কাজে লাগাতে হবে যেন আমরা সুস্বাস্থ্য, শান্তি এবং সফলতার অধিকারী হতে পারি।
আমরা নানা সময় নিজের অজান্তেই সময়ের অপচয় করে থাকি।আমাদেরকে সময়ের মূল্য বুঝতে হবে। ১ বছরের মূল্য বুঝতে হলে আমাদেরকে সেই ছাত্রকে জিজ্ঞাসা করতে হবে যে পরীক্ষায় পাস করতে না পারায় নতুন শ্রেণীতে ভর্তি হতে পারেনি। ১ মাসের মূল্য বুঝতে হলে সেই মা-কে জিজ্ঞাস করতে হবে যে নাকি একটি প্রিমেচুর বাচ্চা(গর্ভধারণের ৩৮ সপ্তাহের পূর্বেই) জন্ম দিয়েছেন। ১ সপ্তাহের মূল্য বুঝতে হলে আমাদেরকে সাপ্তাহিক পত্রিকার সম্পাদককে জিজ্ঞাস করতে হবে। ১ ঘন্টার মুল্য বুঝতে হলে আমাদেকে সেই লোককে জিজ্ঞাস করতে যে কিনা আগের বাস মিস করে ১ঘন্টা পরের বাসের জন্য অপেক্ষা করছেন। ১ মিনিট এর মূল্য বুঝতে হলে সেই লোককে জিজ্ঞাস করতে হবে যিনি নাকি ১ মিনিটের জন্য ট্রেইন মিস করেছেম। ১ সেকেন্ডের মুল্য তিনিই ভালো বুঝতে পারবেন যিনি নাকি এইমাত্র একটুর জন্য দূর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। আর এক মিলিসেকেন্ডের মূল্য অলিম্পিকের সেই রৌপ্যপদক বিজয়ীই ভালো বলতে পারবেন যিনি নাকি ১ মিলিসেকেন্ডের জন্য স্বর্ণপদক পাননি।
তাই আমাদের উচিত আমাদের হাতে যত সময় আছে সব নিজের কাজে লাগানো। য়ার মনে রাখতে হবে সময় কারো জন্যই অপেক্ষা করে না। “ গতকাল হল অতীত আর আগামীকাল হল রহস্যের জালঘেরা”- তাই আমাদের যা করতে হবে তা আজ বর্তমান কালেই করে ফেলতে হবে।
"আজকের দিন আজকেই চলে যাবে,কাল ফিরে পাবে না ,তাই আজকের কাজ আজকেই করবে,কালকের জন্য রাখবে না"